ক্রিকেটের প্রতি গভীর ভালবাসার কারণেই মাঠে ফেরা সম্ভব হয়েছে: মাশরাফী

ক্রিকেটের প্রতি গভীর ভালবাসার কারণেই মাঠে ফেরা সম্ভব হয়েছে: মাশরাফী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ক্রিকেটের প্রতি গভীর ভালবাসার কারণে ৭ বার ইনজুরি পরে মাঠে ফেরা সম্ভব হয়েছে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এটিএন নিউজের সঙ্গে একান্ত আলাপে উঠে এসেছে আরো নানা বিষয়।

ওয়ানডেতে টানা ব্যর্থতার কারণে মুশফিককে সরিয়ে তৃতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মাশরাফীকে। আর এসেই বুঝলেন, দেখলেন, ও জয় করলেন তিনি। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়েই শুরু তাঁর অধিনায়কত্বের তৃতীয় ইনিংস। এরপর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও খেলে বাংলাদেশ।

ঘরের মাটিতে ছয়টি সিরিজ জিতেছে টাইগারদের। এর মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়কে এগিয়ে রাখছেন তিনি। ২০০৪ সালে ওয়ানডে জয়, এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়কে এভাবে ব্যাখ্যা করলেন তিনি।

এদিকে, ১৬ বছরের ক্যারিয়ারে ৭ বার ইনজুরিতে পড়েছেন মাশরাফি। ক্রিকেট মাঠের সঙ্গে গভীর প্রেমই ৭ বারের ইনজুরি সত্বেও তাকে মাঠে ফিরিয়েছে। তবে জানাতে ভোলেননি ভাল খেলোয়াড় হওয়ার গুণাবলী।

মাশরাফীর অধিনাকত্বে হয়তো আরও জয়ের প্রত্যাশা ক্রিকেটানুরাগীদের। আর তা পুরণে তিনি বদ্ধপরিকর। সেই লক্ষেই তো দলকে গেথেঁছেন অভিন্ন সুতায়।