উল্লাসিত ফেদেরার

উল্লাসিত ফেদেরার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উইম্বলডনে রেকর্ড অষ্টম বারের মতো শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। পাশাপাশি ১৯তম গ্র্যান্ড স্লামও নিজের করে নিতে পেরে উল্লসিত রজার। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলেও হতাশ নন সিলিচ।

জিতলেই পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশকে পেছনে ফেলে রেকর্ড অষ্টম শিরোপার হাতছানি। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জয়ের অনন্য রেকর্ডও। এমন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ চিলিচকে কোন পাত্তাই দেননি ফেদেরার। তাকে হারিয়ে খুব সহজেই রেকর্ডের মালিক হন ফ্রেড। তাই স্বাভাবিক ভাবেই উল্লসিত তিনি।

চিলিচ প্রতিপক্ষ হিসেবে সহজ ছিলেন না। তবে আমি আমার স্বাভাবিক খেলা খেলতে চেয়েছি। তাই জয় পাওয়া কঠিন হয়নি। পাশাপাশি নতুন কিছু রেকর্ড নিজের করে নিতে পেরেও আনন্দিত এই সুইচ তারকা।

আমি আসলে রেকর্ডের জন্য খেলিনি। তবে এমন রেকর্ডের মালিক হতে পেরে আমি সত্যিই আনন্দিত। অন্যদিকে, চিলিচ ১১তম বার উইম্বলডন খেলতে এসে এই প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠেন। সুযোগ ছিল শিরোপা নিজের করে নেয়ার। কিন্তু ফেদেরারের গতির কাছে ব্যর্থ হন তিনি। তারপরও এপর্যন্ত আসতে পেরে গর্বিত তিনি।