কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকি উৎযাপন করল লাল সবুজ স্কুলের শিক্ষার্থীরা

কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকি উৎযাপন করল লাল সবুজ স্কুলের শিক্ষার্থীরা

শেয়ার করুন

lal sobuj schoolনিজস্ব প্রতিবেদক:

ছয় বছরে পদার্পণ করল লাল সবুজ স্কুল। এ উপলক্ষে ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি লেকে লাল সবুজ স্কুলের বাচ্চাদের নিয়ে কেক কেটে স্কুলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে স্কুলের বাচ্চাদের সাথে অংশগ্রহণ করে লাল সবুজ ফাউন্ডেশনের সদস্যরা। ২০১২ সালের ১৪ই নভেম্বরে পথ-শিশুদের জন্য এ অবতৈনিক স্কুলটি চালু হয়।

বিগত ৫ বছর ধরে স্কুলটি খুব সুনামের সাথে পথ-শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে। স্কুলে নিয়মিত খাবার বিতরণ ছাড়াও বাচ্চাদের দেওয়া হয় নতুন নতুন পোশাক-আশাক।

lal sobuj school 2
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজানো হয় স্কুল ঘর। ছবি-লাল সবুজ ফাউন্ডেশন।

উল্লেখ্য লাল সবুজ স্কুল হল লাল সবুজ ফাউন্ডেশনের একটি স্থায়ী প্রকল্প। লাল সবুজ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। এ সংগঠন বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে ২০০৯ সাল থেকে। সর্বশেষ বন্যার্তদের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার ত্রাণ বিতরণ করে লাল সবুজ ফাউন্ডেশন। স্কুল নিয়ে কথা বলতে গেলে ফাউন্ডেশনের কর্তারা জানান স্কুল ঘরের সংকটের কথা। এজন্য তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।