গৃহবন্দির দু’দিন পর প্রকাশ্যে মুগাবে

গৃহবন্দির দু’দিন পর প্রকাশ্যে মুগাবে

শেয়ার করুন

 ডেস্ক রিপোর্ট:

গৃহবন্দি হওয়ার দু’দিন পর এই প্রথম প্রকাশ্যে আসলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়: শুক্রবার রাজধানী হারারের একটি বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেন তিনি। এসময় ৯৩ বছর বয়সী মুগাবের পরনের ছিল সমাবর্তনের নীল-হলুদ গাউন আর হ্যাট।

তিনি সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলে সমবেতরা তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়। তবে মুগাবের স্ত্রী এবং শিক্ষামন্ত্রী জোনাথন ময়োর কাউকেই অনুষ্ঠানে দেখা যায়নি।

মুগাবের উত্তরসূরি নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহের উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে তাকে গৃহবন্দি করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় জিম্বাবুয়ের সেনাবাহিনী। এর আগে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন ৩৭ বছর ধরে দেশটিকে শাসন করা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বৃহস্পতিবার মুগাবেকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান বিরোধীদলীয় জোটের নেতা মর্গান স্যাভাংগিরাই।