কমতে শুরু করেছে চালের দাম

কমতে শুরু করেছে চালের দাম

শেয়ার করুন

Bazid_rice_pic-2নিজস্ব প্রতিবেদক:

অবশেষে কমতে শুরু করেছে চালের দর। পাইকারি বাজারে দাম কমার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। নাজিরশাইল ও ভারতের স্বর্ণা চাল বাদে অন্য সব চালের দর কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমেছে। ঢাকার পাইকারি বাজারে গত মঙ্গলবার থেকে চালের দাম বাড়ার প্রবণতা বন্ধ হয়।

দুই দিনেই ৫ টাকা কমে যায় ভারতীয় স্বর্ণা চালের দাম। ২/৩ টাকা করে কমে মিনিকেটসহ প্রায় সব ধরনের চালের দর। খুচরা বাজারে এর প্রভাব পড়তে পার হয় ৪ দিন। রোববার নিউমার্কেট, নিউ সুপার মার্কেট ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা গেছে, মোটা চাল আগের চেয়ে ২ টাকা কমে ৪৮ টাকা, মিনিকেট ২ থেকে ৩ টাকা কমে ৬০ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।

৫ টাকা কমে স্বর্ণার দর ৪৮ টাকা। আর কেজি প্রতি ৩ টাকা কমে বিআর২৮-এর দাম ৫২ থেকে ৫৫। নাজিরশাইল আগেরমতোই। আগের দরে বেশি কিনে যারা মজুত করেছিলেন, সেই সব খুচরা চাল বিক্রেতারাও দর কমিয়ে দিয়েছেন।

কিন্তু এরপরও শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে। ঈদের পর চালের দাম বেড়েছিলো জাতভেদে ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজিতে। কিন্তু এতো বৈঠক, এতো অভিযান আর এতো আশ্বাসের পর, দাম সে হারে কমে নি।