ঈদযাত্রায় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ১২শ’ পুলিশ

ঈদযাত্রায় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ১২শ’ পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ১২শ’ পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার দুপুরে জয়দেবপুর চৌরাস্তায় ঈদে পুলিশের এ দায়িত্ব পালন উদ্বোধন করেন।

এ মহাসড়ক দিয়ে বৃহত্তর ময়মনসিংহের ৭ জেলা ও উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ রাজধানীতে যাতায়াত করেন। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রীবাহি বাসসহ, শত শত ট্রাক, লরি ও অন্যান্য যানবাহন চলাচল করে।

ঈদ উপলক্ষে এ মহাসড়কে বাড়বে গাড়ির চাপ। ঈদে যানজট এড়াতে পুলিশের এই বিশেষ আয়োজন। অজ্ঞান পার্টি, মলম পার্টি, চাঁদাবাজদের তৎপরতা  বন্ধেও জেলা পুলিশ সতর্ক  অবস্থানে থাকবে বলে অনুষ্ঠানে জাননো হয়।