নিখোঁজের দেড় মাসেও হদিস মেলেনি এনজিও কর্মী মিরা খাতুনের

নিখোঁজের দেড় মাসেও হদিস মেলেনি এনজিও কর্মী মিরা খাতুনের

শেয়ার করুন

Tangail
টাঙ্গাইল প্রতিনিধি ।।

গত ২০ নভেম্বর ২০২১ তারিখে ভুয়াপুরের ফলদা হিন্দুপাড়ায় কিস্তি আদায় করার জন্য যাবার সময় পথ থেকে নিখোজঁ হোন মিরা খাতুন । দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো কোন খোজঁ নেই তার । নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরী করলেও এখনো কোন তথ্য দিতে পারিনি পুলিশ ।

আজ সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার ।

সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম বলেন, প্রতিদিনের মতো ভুয়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়ে যায় । পরে সে মাইজবাড়ি ,ঝনঝনিয়া হইতে কিস্তি আদায় করে  এরপর চন্ডিপুর ও হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোজঁ হোন ।

তার পরে যখন অফিস সময় পার হয়ে যাবার পরেও অফিসে আসে না তখন তার অফিসের সহকর্মীরা তার মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি ।

ওই দিন রাত অনুমানিক  ৯ টার দিকে  ভ’য়াপুর থানায় একটি সাধারণ ডায়েরী  (ডায়েরী নাম্বার ৮২১) করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার ।

পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোন প্রকার সহযোগিতা পায়নি । পুলিশকে সন্দেহ ভাজন কয়েকজনের নাম বললেও তাদের বিরুদ্বে কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।