মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতা, নিহত ৩০

মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতা, নিহত ৩০

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মিয়ানমার-চীন সীমান্তের কোকাং অঞ্চলে আদিবাসী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিবিসি জানায়, কোকাং অঞ্চলের লাউক্কাই শহরে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আদিবাসী বিদ্রোহীরা।

তারা পুলিশের ছদ্মবেশে আকস্মিকভাবে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এতে ৫ জন বেসামরিক নাগরিক, ৫ জন পুলিশ কর্মকর্তা ও কমপক্ষে ২০ বিদ্রোহী প্রাণ হারায়।

এদিকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র এমএনডিএএ গ্রুপের আক্রমণে প্রাথমিক বিদ্যালয়ের ১ শিক্ষকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।