এবার মিরাজের আক্রমণ

এবার মিরাজের আক্রমণ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। যদিও শুরুতে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেখে শুনেই খেলতে থাকেন লংকান দুই ওপেনার।

তবে তাসকিনের জায়গায় শুভাশিষ রায়কে বোলিংয়ে আনার পরই চিত্র পাল্টে যায়। ধরীয় ১৫ রানের মাথায় উপুল থারাঙ্গাকে ক্লিন বোল্ট করেন শুভাশিষ। থারাঙ্গা করেন মাত্র ৪ রান।

এর পরের বলেই ফিরতে পারতেন কুশল মেন্ডিস। সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান মেন্ডিস। বোলিংয়ে এসেই নিজেকে মেলে ধরলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলীয় ৬০ রানে করুনারত্নেকে নিজের শিকারে পরিণত করেন মিরাজ। করুনারত্নে করেন ৩০ রান।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাব্বির, তাইজুল আর রাব্বির জায়গায় মূল একাদশে জায়গা পেয়েছে মোস্তাফিজ, লিটন এবং শুভাশিষ।

চার বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এবার লংকান স্পিনারদের পাশাপাশি গরমকেও প্রতিপক্ষ হিসেবে দেখছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ ম্যাচ দিয়ে উইকেট কিপিংয়ের দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছেন মুশফিক।

নিজেদেরর ৯৯তম টেস্টে জয়ের লক্ষ্য নিযে খেলবে টাইগাররা। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, দু’দলের মধ্যে অনুষ্ঠিত ১৬টি টেস্টের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দু’টি টেস্ট হয়েছে ড্র।

এদিকে সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে লংকানরা। সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও লংকান নির্বাচকরা নতুনদের উপরই ভরসা রেখেছেন।