বাড়ছে চালের দাম, আমদানি শুল্ক মকুফের প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাড়ছে চালের দাম, আমদানি শুল্ক মকুফের প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চালের দাম বাড়া ঠেকাতে, আমদানি শুল্ক বাতিলের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রনালয়। দুপুরে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, হাওরে বন্যার কারণে নষ্ট চালের পরিমাণ মোট চাহিদার ১ শতাংশেরও কম। হাওরে অকাল বন্যার পর হঠাৎ বেড়ে গেছে চালের দাম। গত দুই সপ্তাহেই কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

কিন্তু এই দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে দাবী খাদ্যমন্ত্রীর। চালকল মালিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর মন্ত্রী বলেন, বন্যায় যে চাল নষ্ট হয়েছে সেটার প্রভাব পড়বে আরও ৩ মাস পর।

তাহলে কেন বাড়ছে দাম? অভিযোগের তীর মিল মালিকদের দিকেও। কিন্তু তাঁরা বলছে, দোষ ক্ষুদ্র ব্যবসায়ীদের। মিল মালিকরা মনে করছেন, দাম বাড়ানো ঠেকাতে সরকারের উচিত আমদানি শল্ক বাতিল করা। বিষয়টির সঙ্গে একমত খাদ্যমন্ত্রীও।