পাসের হার কমলেও তা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

পাসের হার কমলেও তা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

খাতা দেখার পদ্ধতি পরিবর্তনের কারণে পাসের হার কিছুটা কমলেও তা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৮টি শিক্ষাবোর্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর শেষে তিনি এ মন্তব্য করেন। এসএসসি পরীক্ষায় এবার মোট পাশ করেছে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৭ দশমিক ৮৮ শতাংশ কম।

গেল বছরে গড় পাশের হার ছিল ৮৮ দশমিক ২৩ শতাংশ। এবার মোট পাশ করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পরিক্ষার্থী। জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। ছাত্রদের পাশের হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার কিছুটা বেশি ৮০ দশমিক ৭৮ শতাংশ।