১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শেয়ার করুন

vc attackএটিএন টাইমস ডেস্ক:

প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ক্যাম্পাসে অবস্থিত তার বাসভবনে পৌঁছে দেয়।

বুধবার দুপুর ১২টা থেকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। উপাচার্য চলে যাওয়ার আগেই তাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে বলে দাবি জানান তারা। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেয় ও অবরোধকারীদেরও সরিয়ে দেয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ এবং শহীদ মুখতার ইলাহী হল শাখার সভাপতি ইমতিয়াজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।