আশকোনায় আত্মঘাতী হামলায় নিহত জঙ্গির পরিচয় মেলেনি

আশকোনায় আত্মঘাতী হামলায় নিহত জঙ্গির পরিচয় মেলেনি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ঢাকার আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলায় নিহত জঙ্গির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার সময় হামলায় জড়িত সন্দেহে হানিফ নামে একজনকে তাড়া করেছিল র‌্যাব।

আহত অবস্থায় তাকে আটক করা হলে, শুক্রবার রাতেই ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত ১৭ই মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলেই নিহত হয় হামলাকারী জঙ্গি। আহত হন র‌্যাবের দুই সদস্য।

এদিকে গণমাধ্যমে ছবি দেখে আমিরুন বিবি নামে এক বৃদ্ধা দাবি করেন, নিহত জঙ্গি তাঁর সন্তান রফিকুল ইসলাম। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায় র‌্যাব। ওই নারীর বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চিঙ্গুরিয়া গ্রামে।

শনিবার নিহত জঙ্গির ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ জানায়, আত্মঘাতি বিষ্ফোরণেই হামলাকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে র্যাব। আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ৭-৮ জনকে।