ঢাবি শিক্ষার্থী চৈতির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি

ঢাবি শিক্ষার্থী চৈতির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া জাহান চৈতির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত মানবন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ, অবহেলা আর ভুল চিকিৎসায় চৈতির মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে নিউমোনিয়ার রোগী হিসেবে সনাক্ত করা হয় চৈতিকে। কিন্তু অবজারভেশন ওয়ার্ডে রেখে সন্ধ্যা পর্যন্ত কোনো চিকিৎসক তাকে দেখেননি। পরে তাকে ডেঙ্গু রোগী ও সবশেষে রক্ত পরীক্ষার পর ব্লাড ক্যান্সারের রোগী হিসেবে দেখানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন তারা।