লাউয়াছড়া বিশ্বের সম্পদ: মার্কিন রাষ্ট্রদূত

লাউয়াছড়া বিশ্বের সম্পদ: মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

লাউয়াছড়া শুধু বাংলাদেশের সম্পদ নয় এটি বিশ্বের সম্পদ। এই প্রকৃতি সংরক্ষণের দায়িত্ব সবার। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূত ইউ.এস. এইড এর আমন্ত্রনে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে আসেন। এ সময় তিনি লাউয়াছড়া সিএমসি, বন বিভাগ ও পর্যটকদের সাথে কথা বলেন এবং বনের ভিতর এক ঘন্টা ঘুরে বেড়ান।

পরে তিনি লাউয়াছড়া বাঘমারায় সিএমসি কার্যক্রম সর্ম্পকে অবহিত হন। ১২৫০ হেক্টরের লাউয়াছড়া বন পরিদর্শন কালে বনের প্রাকৃতিক জীব বৈচিত্র্যতে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত।