বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে: অর্থমন্ত্রী

বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে: অর্থমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশ বন্যাপ্রবণ হওয়ার কারণে উন্নয়ন প্রকল্পগুলো সেভাবেই পরিকল্পনা করা হয়। গত ৯ বছরের মধ্যে এবার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলেও জানান অর্থমন্ত্রী।

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পাঠদান শুরু হয়নি।