জাতীয় শোক দিবসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় শোক দিবসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান তিনি।

মন্ত্রী জানান, পনের আগস্টে ধানমন্ডি ৩২ নম্বর, বনানী কবরস্থান এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হবে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় পুরো এলাকা নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি।

পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করবে জানিয়ে তিনি বলেন, জেলা উপজেলায় শোক দিবসের কর্মসূচিতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোন বিশৃংখলা হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।