ভারী বর্ষণে অচল রাজধানী

ভারী বর্ষণে অচল রাজধানী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারী বর্ষণ আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণ আজও অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগের মাত্রা। যানবাহনের ধীরগতি থাকায় অফিসগামী মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

যানজটে আটকা পড়ে অনেককে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে। এছাড়া স্কুলগুলোতে পরীক্ষা থাকায় সময় মতো স্কুলে পৌছাছে সীমাহীন দুর্ভোগে পরে শিক্ষার্থীরা ।

রাজধানীর বিভিন্ন জায়গা বিশেষ করে খিলক্ষেত, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, বাড্ডা, রামপুরা, কাওরান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, খিলগাঁও, মৌচাক, কাকরাইল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানি বেশি জমেছে। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।