নতুন পণ্য ও বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ

নতুন পণ্য ও বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল একটি দেশ। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে নতুন পণ্য ও বাজার খুঁজতেও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে প্রয়োজন দেশে ব্যাপক শিল্পায়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এছাড়া মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নেও বর্তমান সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদিও বিশ্বের পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, কিন্তু বাস্তবতা হচ্ছে, এ খাতে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র ৫.১ ভাগ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, পোশাকশিল্পের উদ্যোক্তারা যাতে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে শ্রমিকদের জন্য নিজস্ব জমিতে ডরমিটরি স্থাপন করতে পারেন, সে ব্যবস্থাও করে দিয়েছি।