যুক্তরাষ্ট্রকে ছাড়াই জাতিংসঘের জলবায়ু পরিবর্তন কার্যক্রম চলবে

যুক্তরাষ্ট্রকে ছাড়াই জাতিংসঘের জলবায়ু পরিবর্তন কার্যক্রম চলবে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে ছাড়াই জলবায়ু পরিবর্তন কার্যক্রম চলবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান প্যাট্রিসিয়া এসপিনোসা।ট্রাম্পের কারণে নিজের দুশ্চিন্তার কথা বললেও তিনি মনে করেন জলবায়ু পরিবর্তন রোধে নেয়া কার্যক্রম এখন অপ্রতিরোধ্য।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্যারিসে একমত হওয়া জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেবেন তিনি। শুধু তাই নয়, জাতিসংঘের নবায়নযোগ্য জ্বালানি তৈরির প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করবেন।

এরই পরিপ্রেক্ষিতে এসপিনোসা বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যাবেন তারা। এসময় চীনের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে নেয়া উদ্যোগের নৈতিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জায়গায় চীন স্থলাভিষিক্ত হবে।

যুক্তরাষ্ট্র ধার্যকৃত হারে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বছরে ৪ মিলিয়ন মার্কিন ডলার এবং আরো ২ মিলিয়ন ডলার স্বেচ্ছায় প্রদান করে আসছে।