৬২ বছর পর জীবন সঙ্গী এলো আশরাফ আলীর জীবনে

৬২ বছর পর জীবন সঙ্গী এলো আশরাফ আলীর জীবনে

শেয়ার করুন

Old Marriage

বরিশাল প্রতিনিধি।।

শারীরিক প্রতিবন্ধী আশরাফ আলী ব্যাপারী (৬২)। মাস কয়েক আগে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ওঠেন। সেখানেই পরিচয় হয় বানু বেগমের সঙ্গে। ধীরে ধীরে একে অপরের মধ্যে তৈরি হয় ভালোলাগা। ভলোবাসা।

বানু বেগমের বয়স ৫৪ বছর। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। এরপর একই আশ্রয়ণ প্রকল্পে থাকতেন মেয়ে ও জামাতার সঙ্গে, করতেন ঝিয়ের কাজ। শেষ জীবনে এসে নিঃসঙ্গতা আর নির্ভরতার অভাব দুজনই অনুভব করছিলেন ভীষণভাবে। দুজনের পরিচয়ের পর দেখা হতো, কথা হতো। এরপর তাঁরা সিদ্ধান্ত নেন একসঙ্গে বাকিটা পথ পাড়ি দেওয়ার। শনিবার রাতে ওই আশ্রয়ণ প্রকল্পে অনেকটা ঘটা করেই বিয়ে করেন তাঁরা।

তবে দুশ্চিন্তায় ছিলেন তারা। এ বয়সে তাদের সম্পর্ক জানাজানি হলে লোকে কী বলবে এ চিন্তায় দিন কাটছিল। গোপনেই প্রেম চালিয়ে যাচ্ছিলেন তারা।

অবশেষে সম্প্রতি বানুর স্বজন এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। তবে কেউ তাদের প্রেমে বাধা হননি। উল্টো চারহাত এক করতে তাদের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আশ্রয়ণের বাসিন্দা ও আশপাশের গ্রামের কয়েক শ লোক অংশ নেন বিয়ের আয়োজনে। এক লাখ এক টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন হয়। বর নগদ ৫০ হাজার টাকা দেনমোহর কনেকে পরিশোধও করে দেন বিয়ের আসরে।