সদরঘাটে লঞ্চে অগ্নিকাণ্ড, পুড়েছে দেড় শতাধিক কেবিন

সদরঘাটে লঞ্চে অগ্নিকাণ্ড, পুড়েছে দেড় শতাধিক কেবিন

শেয়ার করুন

Adventure Lanch

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে থাকা অ্যাডভেঞ্চার–৯ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির দেড় শতাধিক কেবিন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

লঞ্চটির দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে লঞ্চটির তৃতীয় তলায় ভিআইপি কেবিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্বিতীয় ও তৃতীয় তলার কেবিনগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চের শ্রমিকেরা কেবিনগুলোতে থাকা টিভি ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

নৌপরিবহন অধিদপ্তরের (শিপিং সার্ভে) প্রধান প্রকৌশলী মাহবুব হোসেন বলেন, ‘এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চের দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি।

‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং নিভে গেছে। সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।