মধ্যরাত থেকেই চলছে উল্কাবৃষ্টি

মধ্যরাত থেকেই চলছে উল্কাবৃষ্টি

শেয়ার করুন

পারসেড মেটিওর শাওয়ার
এটিএন টাইমস ডেস্ক:

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মহাকাশে চলছে উল্কাবৃষ্টি, তবে মেঘের কারনে ঢাকার আকাশে তা দেখা যায়নি।

এটির নাম ‘পারসেড মেটিওর শাওয়ার। কেননা উত্তর-পূর্বের আকাশে ওই সময় ধূমকেতুটির পিছনে থাকবে ‘পারসিয়াস’ নক্ষত্রপুঞ্জ। এবারের উল্কাটি যে ধূমকেতুর কারনে তার নাম- ‘সুইফ্ট টার্টল’।

প্রত্যেক বছরের আগস্ট মাসে ধুমকেতুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা পৃথিবীর কক্ষপথে অল্প কিছু সময়ের জন্য ঢুকে পড়ে। আর ঢুকে পড়লেই, পৃথিবীর জোরাল অভিকর্ষজ বলের কারনে ধূমকেতুর নিউক্লিয়াস থেকে ছিঁড়ে-ছিটকে বেরিয়ে আসা খণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে।

কিন্তু পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথেই ধূমকেতুর নিউক্লিয়াসের অংশগুলো জ্বলে ওঠে। তখনই আকাশে দেখা পাওয়া যায় উল্কাবৃষ্টির। বিশেজ্ঞদের মতে, দৃশ্যমানতা বা ঔজ্জ্বল্যের নিরিখে তিনটি উল্কাপাতের ঘটনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার একটি ‘পারসেড’ উল্কাবৃষ্টি। অন্য দু’টির নাম- ‘লিওনেড’ আর ‘জেমিনিড’।