বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের সাথে যাত্রী যাতায়াত শুরু

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের সাথে যাত্রী যাতায়াত শুরু

শেয়ার করুন

Burimari

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই বছর পর ভিসাধারী যাত্রীদের ভারত যাতায়াত শুরু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত উভয়দেশের ৪০ জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট ব্যবহার করেছেন।

পুলিশ জানায়, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দুদেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত দুদেশের যাত্রী যাতায়াত করতে পারবেন।

এর আগে করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ভ্রমণ ভিসাধারীদের এ পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ কষ্টকর ছিল।