পদ্মায় ধরা পড়লো ১৬ কেজি ওজনের একটি কাতলা

পদ্মায় ধরা পড়লো ১৬ কেজি ওজনের একটি কাতলা

শেয়ার করুন

fish

রাজবাড়ী প্রতিনিধি।।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ। আজ সোমবার ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেললে স্থানীয় জেলে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নেওয়া হলে ২৮ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি কাতলাটি ঢাকার এক শিল্পপতির কাছে ৩০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়ার মৎস্য আড়তদাররা জানান, মাছটি আড়তে আনার পর ওজন দিয়ে দেখেন প্রায় ১৬ কেজি। এরপর নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় কিনে নেন।

পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, রোববার রাতে জেলে কালিদাস হালদার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়ায় পদ্মা নদীতে জাল ফেলেন। এরপর ভোরের দিকে জাল তুলে নৌকার কাছাকাছি আনার পর ঝাঁকি দিলে দেখতে পান, বড় একটা কাতলা মাছ ধরা পড়েছে।