অনেকাংশেই কমে এসেছে গ্যাস নিঃসরণ

অনেকাংশেই কমে এসেছে গ্যাস নিঃসরণ

শেয়ার করুন
গ্যাস লিকেজ ৩
অসুস্থ একজনকে হাসপাতালে নেয়া হচ্ছে (সংগৃহিত)
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট (ড্যাপ) সার কারখানার অ্যামোনিয়াম ফসফেটের বার্নাল বা ট্যাংক বিস্ফোরণে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনার ফলে ছড়িয়ে পড়া গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সী অন্তত ৬৫ জনকে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্যাস লিকেজ ২
বিষ্ফোরণের পর জ্বলে ওঠা অগ্নিকাণ্ড

চট্টগ্রাম শহরের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকার উল্টো দিকে কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে অবস্থিত ঐ সার কারখানায় দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাস নদীর পশ্চিম পাড়ে চট্টগ্রাম নগরের বন্দর ও হালিশহরসহ প্রায় ১০কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, গ্যাসের কারণে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নগরের বাসিন্দারা দাবি করেছেন, গ্যাসের তীব্র গন্ধে এলাকা ভরে গেছে। এতে করে শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। সার উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এই গ্যাস ক্ষারীয় এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অ্যামোনিয়াম ফসফেট বাতাসের সঙ্গে মিশে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এবং গ্যাসের ঘনমাত্রার ওপর নির্ভর করে এর ক্ষতিকর প্রভাব। এই গ্যাসের প্রভাবে চোখ জ্বালাপোড়া ও শ্বাস নিতে কষ্ট হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৮টি গাড়ি গ্যাস নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। ছিদ্র হয়ে যাওয়া ট্যাংকে পনি ছিটিয়ে গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে নিঃসরণ অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গ্যাস লিকেজ
গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া এক যুবক

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, কি কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিইউএফএল এবং কাফকো সার কারখানার প্রকৌশলীরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়ে কারখানার ভিতরের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বরং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।