এক সপ্তাহে সিরিয়ায় পাঁচ শতাধিক মৃত্যু

এক সপ্তাহে সিরিয়ায় পাঁচ শতাধিক মৃত্যু

শেয়ার করুন

SYRIA DEATH TOLL
এটিএন টাইমস ডেস্ক:

যুদ্ধ বিধস্ত সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছে না। গত এক সপ্তাহে বিভিন্ন পক্ষের বিমান হামলায় কমপক্ষে ৫ শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

এদের মধ্যে সিরিয়ার সামরিক বাহিনী ও রুশ বিমান হামলার সংখ্যাই বেশি। রোববার লোকাল কোঅর্ডিনেশন কমিটি নিহতের এই তালিকা প্রকাশ করেছে। তারা বলেছে, ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত অব্যাহত বিমান হামলায় ৫০৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯৬ শিশু এবং ৭৩ জন নারী প্রাণ হারিয়েছেন।

আর হামলাগুলো হয়েছে দক্ষিনাঞ্চলীয় শিল্প শহর আলেপ্পো, ইদলিব, রাজধানী দামেস্ক এবং হামা প্রদেশে। বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ ছাড়াও মানবিজ এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসকে হঠাতে চালানো হামলায় অনেক মানুষ মারা গেছেন।

যদিও এরইমধ্যে মানবিজ থেকে পালিয়ে গেছে আইএস জঙ্গিরা। কিন্তু বিদ্রোহীদের দখল থেকে অনেক এলাকা উদ্ধার করতে পারেনি সরকারী বাহিনী। তাদের উৎখাতে মরিয়া আসাদ বাহিনীকে সহায়তা করছে রাশিয়া।

কিন্তু এখনও অনেক এলাকা বিদ্রোহীদের দখলেই রয়ে গেছে। আর জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব না মেনে চালানো এসব হামলায় নির্বিচারে প্রাণ দিচ্ছেন সিরিয়ানরা।