জয়পুরহাটে গির্জায় ঢুকে মূর্তি ভাঙচুর, এক যুবক গ্রেফতার

জয়পুরহাটে গির্জায় ঢুকে মূর্তি ভাঙচুর, এক যুবক গ্রেফতার

শেয়ার করুন

Joypurhat

জয়পুরহাট সংবাদদাতা।।

জয়পুরহাটের কালাই উপজেলার হাটশেখা আদর্শ গ্রামের মাদার তেরেসা গির্জায় ঢুকে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তরুণের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। সে কালাই উপজেলার মূলগ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এলাকার লোকজন বলছে, হামলাকারী মানসিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মূলগ্রামের তরুণ জান্নাতুল ফেরদৌস আজ সোমবার সকালে মাদার তেরেসা উপাসনালয়ের গির্জায় ঢুকে যিশুখ্রিষ্ট, মাদার তেরেসা ও মাতা মরিয়মের মূর্তি ভাঙচুর করেন।

এরপর খ্রিষ্টধর্মে লোকজন জান্নাতুল ফেরদৌসকে গির্জার ভেতরে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এই ঘটনার পর সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. শরীফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গির্জা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবাশ মুরমু বলেন, মূর্তি ভাঙা মানে ধর্মে আঘাত করা। মূর্তি ভাঙার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।

তবে এ ঘটনায় মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করে মূর্তি ভাঙার রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন।