ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

israil

আন্তর্জাতিক ডেস্ক।।

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে একজন ১৪ বছর বয়সি কিশোর।

ইসরায়েলের অভ্যন্তরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে চালানো অভিযানে এ ঘটনা ঘটে।

আলজাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী ১৪ বছর বয়সি কিশোর নিহত হওয়ার বিষয়ে জানায়, সে পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা ‘তাৎক্ষণিকভাবে হুমকি মোকাবিলায় গুলি ছুড়তে বাধ্য হয়েছেন’।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। তিনি ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ। এ ছাড়া রামাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে অপর এক ব্যক্তি নিহত হন।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনে বেত জানায়, অভিযান চলাকালে ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা করলে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।

গত কয়েকদিনে হামলায় ১৪ জন নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান ও গ্রেপ্তার বাড়িয়েছে ইসরায়েল। এতে হতাহতের ঘটনা ঘটছে।