সাভারে সরকারী খাল ও কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানবন্ধন

সাভারে সরকারী খাল ও কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানবন্ধন

শেয়ার করুন

picture
সাভার প্রতিনিধি

সরকারী খাল ও কৃষকদের কৃষি জমি দখল করার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও কৃষকরা।

সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় ওই এলাকায় কয়েক’শ এলাকাবাসী ও কৃষকরা অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসুচী থেকে এসময় এলাকাবাসী ও কৃষকরা জানান গত কয়েকদিন ধরে কোন্ডা কোটাপাড়া এলাকায় বামন্নী খাল ও কৃষকদের জমিতে জোর পূর্বক ভাবে বালু দিয়ে ভরাট করে দখল করেন সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা প্রপার্টিজ এর মালিক ও শীর্ষ ভুমি দস্যু আলম চাঁন। এমন অবস্থায় আজ এলাকাবাসী ও কৃষকরা সরকারী খাল উদ্ধার ও কৃষকদের জমি রক্ষায় দুপুরে কোন্ডা কোর্টাপাড়া এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করেন। এসময় এলাকাবাসী অবিলম্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বামন্নী খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া ও কৃষি জমি রক্ষার দাবি জানান । এদিকে এলাকাবাসী জানিয়েছে শীর্ষ এই ভুমি দস্যুর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে এলাকায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

স্থানীয়দের দাবি আলম চাঁন প্রশাসনকে ম্যানেজ করে শুধু বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জমি জোর পূর্বক ভাবে দখল করে নেন।