কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

শেয়ার করুন

 

received_1258194531314301

।। সালাহ উদ্দিন সৈকত কালিয়াকৈর গাজীপুর।।

কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (১৫ই আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সকল স্তরের সরকারি কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বনবিভাগের কর্মকর্তা এবং সাধারন মানুষ। মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম,মোজাম্মেল হক এমপি উপজেলা পরিষদ চত্বরে একটি হরতকি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, পুরো আগস্ট মাস জুড়ে এ বৃক্ষ রোপন কর্মসূচী চলবে। তাছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ বৃক্ষরোপন কর্মসূচী চলমান রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, কালিয়াকৈর বনভূমির রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুল হক চৌধুরীসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।