
।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর।।
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি অফিসে আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে নিজ সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
আজ ২২/০৬/২০২১ইং মঙ্গলবার সকালে ২৮৭ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ছয়শ’ ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক ইসাফ্রিল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিগার সুলতানা বলেন,”বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে কমপক্ষে তিনটি গাছ লাগানোর কথা বলেছেন।সে লক্ষ্যে চারা বিতরণ করা হয়েছে।সবাই গাছ লাগান,পরিবেশ বাঁচান।শুধু গাছ লাগালেই হবেনা,এর সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে।”