প্রযোজক সোনাক্ষি!

প্রযোজক সোনাক্ষি!

শেয়ার করুন

sonakkhiuএটিএন টাইমস ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়া এবং আনুস্কা শর্মার পরে এবার বলিউডে প্রযোজক হিসেব অভিষেক হতে যাচ্ছে দাবাং গার্ল খ্যাত সোনাক্ষি সিনহার।

প্রযোজক হিসেবে কাজ শুরু করার কথা নিয়ে সোনাক্ষি বলেন, এটা আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপ, দেখা যাক প্রযোজক হয়ে এবার ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারি কিনা।

তিনি আরও জানান, আমি এমন একটা গল্পের জন্য অপেক্ষা করতেছি যেটা আমাকে প্রযোজক হিসেবে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে।

তবে দুবছর আগে গুজব রটেছিল, সোনাক্ষি এবং তার দুই যমজ ভাই মিলে তাদের নিজস্ব ব্যানারে চলচ্চিত্র তৈরি করার কথা। এটাও শোনা গিয়েছিল পরিচালক উমেশ শুক্লা এ ত্রয়ীর জন্য একটি পলিটিকাল থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন। কিন্তু সোনাক্ষি এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এমন কিছুই হয়নি। এটা গুজব ছাড়া কিছুই নয়।

এ কয়েকবছর বলিউডে নারীকেন্দ্রিক চলচ্চিত্রের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। সোনাক্ষি সিনহার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল আকিরা। এটাও ছিল নারী কেন্দ্রিক সিনেমা। তবে আশানুরূপ ব্যাবসায়িক সাফল্য আসেনি।

নারী কেন্দ্রিক সিনেমা তৈরি নিয়ে দাবাং গার্ল বলেন, এটা পজিটিভ বিষয় যে নারী কেন্দ্রিক চলচ্চিত্রের সংখ্যা বাড়ছে। তবে এ সিনেমাগুলো অন্য সিনেমার তুলনায় ভাল আয় করতে পারছেনা।

তিনি আরও বলেন সোসাইটিতে এ সিনেমা গুলোকে অন্যভাবে প্রচার করা হয়। যেভাবে বলা হয় নারী কেন্দ্রিক তাহলে পুরুষকে কেন্দ্র করে তৈরি সিনেমা পুরুষ কেন্দ্রিক সিনেমাও বলার কথা।

কিন্ত আমাদের সমাজে নারীকেন্দ্রিক সিনেমা প্রচলিত আছে। পুরুষ কেন্দ্রিক কোন সিনেমা তৈরি হলেও বলা হয়না কখনো এটা পুরুষ কেন্দ্রিক সিনেমা। এটা আমাদের পরিবর্তন করতে হবে।