এটিএন বাংলার ১০ দিন ব্যাপী বর্ণিল ঈদ আয়োজন

এটিএন বাংলার ১০ দিন ব্যাপী বর্ণিল ঈদ আয়োজন

শেয়ার করুন

SONDE DOLE MON_1বিনোদন ডেস্ক :

বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,  শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটক সহ বিবিধ অনুষ্ঠান।

ঈদ-উল-আযহা ২০১৯ উপলক্ষে  এটিএন বাংলার ১০ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা :-

ঈদের দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “নূরুল আলমের মধুচন্দ্রিমা”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের অনুষ্ঠান “ঈদের খুশি-১” পরিচালনা: নাহিদ রহমান।
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “প্রেমিক নাম্বর ওয়ান”
দুপুর ২টা         এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ রঙ্গমেলা”
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “লিডার” এর টিভি প্রিমিয়ার
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘ফাহিম দ্য গ্রেট ফাজিল-২’ পরিচালনা: মেহেদী হাসান হৃদয়
অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাফা কবির।
সন্ধ্যা ৭টা         এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “…………” পরিচালনা” হানিফ সংকেত।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা         এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান “………………….”
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “রোদ দুপুরে হঠাৎ বৃষ্টি”
রচনাঃ আসাদুজ্জামান সোহাগ, পরিচালনাঃ প্রতীক আহমেদ,
অভিনয়েঃ মৌসুমী হামিদ, নাঈম, নাদিয়া মীম, এস এন জনি প্রমূখ। ANANDO HILLOL_2

ঈদের পরের দিন

সকাল     ৭টা         এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “অনুসন্ধান”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের অনুষ্ঠান “ঈদের খুশি-২” পরিচালনা: নাহিদ রহমান।
সকাল     ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “জান কোরবান”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        ম্যাগাজিন অনুষ্ঠান “গান এন্ড ফান”
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “বসগিরি”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘আনফিট’ পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা, ইরেশ যাকের।
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক ‘বিউটি ফুল’ পরিচালনাঃ কাজল আরেফিন অমি
অভিনয়েঃ আফরান নিশো, মেহেজাবিন প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা        এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “ছোঁয়া” রচনাঃ মাসুম কবীর, পরিচালনাঃ মেহেদী হাসান জনি
অভিনয়েঃ সাফা কবীর, তৌসিফ, আব্দুল্লাহ রানা, মিলি বাশার প্রমূখ।

BOSSGIRI_1

ঈদের ৩য় দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “কালো চিঠি”
সকাল ৯.৩০মিঃ        বিশেষ অনুষ্ঠান “ঈদ উইথ ইউটিউবারস”
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “নাম্বার ওয়ান শাকিব খান”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        বিশেষ অনুষ্ঠান “আমরা করবো জয় ঈদ স্পেশাল”
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “নায়ক” এর টিভি প্রিমিয়ার
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘হার্টবিট’ পরিচালনা: কাজল আরেফিন অমি
অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা।
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “ফিরে আসি বারবার” পরিচালনাঃ মাবরুর রশীদ বান্নাহ
অভিনয়েঃ আফরান নিশো, তানজিন তিশা প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা         এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        ম্যাগাজিন অনুষ্ঠান “পাঁচ ফোড়ন”
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “আড়াল” রচনা: ইউসুফ আলী খোকন, পরিচালনাঃ সাখাওয়াত মানিক
অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, নাদিয়া মীম, তানভির প্রমূখ
BREAKING NEWS_3
ঈদের ৪র্থ দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        শহীদ রহমানের উপন্যাস অবলম্বনে বিশেষ নাটক “জনক”
রচনাঃ শাহীন রেজা রাসেল, পরিচালনাঃ আজাদ কালাম
অভিনয়েঃ তারিক আনাম খান, তমালিকা, হাসান ইমাম প্রমূখ।
সকাল ৯.৩০মিঃ        তথ্যচিত্র ‘মৃত্যুহীন প্রাণ’
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “রাবেয়া”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “এইতো প্রেম”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক “সেদিন শ্রাবণের মেঘ ছিল”
রচনাঃ সহিদ রহমান, পরিঃ রাজিবুল ইসলাম রাজিব,
অভিঃ রওনক হাসান, হিমি, আজাদ আবুল কালাম, মিজানুর রহমান প্রমূখ
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ        জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
রাত ৮.০০মিঃ        জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “একসাথে” পরিচালনাঃ হাবীব শাকিল
অভিনয়েঃ নিলয়, প্রভা, সায়কা আহমেদ প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
রাত ১০টা         এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “………….”
CHUTKI BHANADAR_4ঈদের ৫ম দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “গনি সাহেবের শেষ কিছুদিন”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের নৃত্যানুষ্ঠান “ছন্দে দোলে মন-১” পরিচালনাঃ নাহিদ রহমান।
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “প্রাণের চেয়ে প্রিয়”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ         বিশেষ নৃত্যানুষ্ঠান “আনন্দ হিল্লোল-১” পরিচালনাঃ নাহিদ রহমান।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “খোদার পরে মা”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘প্রেম দিওয়ানা’ পরিচালনা: ইমরাউল রাফাত
অভিনয়ে: তৌসিফ মাহবুব, টয়া, ফারিন।
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক ‘লাভ এক্সপ্রেস’ পরিচালনাঃ হাসিম খান
অভিনয়েঃ জোভান, তাসনিয়া ফারিন প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০.৩০মিঃ         মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘নি:শ্বাসে আছো তুমি’
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “লালসা কাব্য” রচনা ও পরিচালনাঃ ওয়াহিদ আদনান রাজিব
অভিনয়েঃ আবির মির্জা, অরিন, নজরুল রাজ প্রমূখ EID ER BAJNA NAJERE_1
ঈদের ৬ষ্ঠ দিন

সকাল ৭টা         এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “নোয়াখালী বনাম বরিশাল”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের নৃত্যানুষ্ঠান “ছন্দে দোলে মন-২” পরিচালনাঃ নাহিদ রহমান।
সকাল ১০টা         এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “ভালবাসী তোমাকে”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        বিশেষ নৃত্যানুষ্ঠান “আনন্দ হিল্লোল-২”  পরিচালনাঃ নাহিদ রহমান।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘শেষ বিকেল’ পরিচালনা: তপু খান
অভিনয়ে: তাহসান খান, তানজিন তিশা।
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “ইন বিটইউন লাভ” পরিচালনাঃ মানসুর আলম নির্ঝর,
অভিনয়েঃ জোভান, তাসনুভা তিশা প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা         এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রাতের তারা’
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “বিবাহ বিড়ম্বনা” রচনা ও পরিচালনাঃ মিজানুর রহমান লাবু
অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, নাবিলা, মিথিলা, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমূখ

EKTI DIVORCE ER JONNO_5ঈদের ৭ম দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “পুরস্কার”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের নৃত্যানুষ্ঠান “ছন্দে দোলে মন-৩” পরিচালনাঃ নাহিদ রহমান।
সকাল ১০টা         এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “যদি বউ সাজোগো”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        বিশেষ নৃত্যানুষ্ঠান “আনন্দ হিল্লোল-৩”  পরিচালনাঃ নাহিদ রহমান।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “নিঃশ্বাস আমার তুমি”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘মহান জামাই’ পরিচালনা: চন্দন চৌধুরী
অভিনয়ে: মীর সাব্বির, কাজল সূূবর্ন
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “বাটারবন” পরিচানলাঃ ইউসুফ চৌধুরী
অভিনয়েঃ মিশু সাব্বির, শাওন, তানিয়া বৃষ্টি প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০.৩০মিঃ         নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘কি করে মনকে বোঝায়’
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম  “ফেরারী” রচনা ও পরিচালনাঃ সেতু আরিফ
অভিনয়েঃ মেীসুমী হামিদ, আবির মির্জা প্রমূখ

Puron Doirgho Prem Kahini-2_06ঈদের ৮ম দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “হাউজ হাজবেন্ড”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের নৃত্যানুষ্ঠান “ছন্দে দোলে মন-৪” পরিচালনাঃ নাহিদ রহমান।
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “বস নাম্বার ওয়ান”
দুপুর ২টা         এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        বিশেষ নৃত্যানুষ্ঠান “আনন্দ হিল্লোল-৪” পরিচালনাঃ নাহিদ রহমান।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “আমার বুকের মধ্যিখানে”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক ‘ফকির’ পরিচালনা: সামস করিম
অভিনয়ে: মোশারফ করিম
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক ‘অচেনা ভালবাসা’ পরিঃ সজিব মাহমুদ
অভিনয়েঃ তৌসিফ, শবনম ফারিয়া প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা        এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ         ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদের বাজনা বাজেরে” পরিচালনা: খন্দকার ইসমাইল।
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “চিলেকোঠার অতিথি” পরিচালনাঃ মেহেদী হাসান মুকুল
অভিনয়েঃ জোভান, উর্মিলা, আরজে ফারহান, মৌ, অশোক ব্যাপারী প্রমূখ
Dr. Mahfuzur Rahman- (7)

ঈদের ৯ম দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “আলাল দুলাল ২য়পত্র”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের নৃত্যানুষ্ঠান “ছন্দে দোলে মন-৫” পরিচালনাঃ নাহিদ রহমান।
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “দরিয়া পাড়ের দৌলতি”
বেলা ২.২০মিঃ        বিশেষ নৃত্যানুষ্ঠান “আর্ট অব ডান্স” পরিচালনা: আলভি হায়াত রাজ।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক ‘নন্দিনী কথা’ পরিচালনাঃ পৃত্থু রাজ
অভিনয়েঃ সজল, শেহতাজ প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা        এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ         সেলিব্রেটি আড্ডা, পরিচালনা: সেলিম দৌলা খান।
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “মিসটেক” রচনা ও পরিচালনাঃ পৃথ্বী রাজ
অভিনয়েঃ আখম হাসান, জারা, তারেক স্বপন, সজাত শিমুল প্রমূখ

ঈদের ১০ম দিন

সকাল ৭টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ৮টা        প্রভাতী অনুষ্ঠান “তারার সাথে চায়ের চুমুকে” পরিচালনা: শম্পা মাহমুদ।
সকাল ৮.৩০মিঃ        বিশেষ নাটক “উত্তর দক্ষিণ”
সকাল ৯.৩০মিঃ        ছোটদের অনুষ্ঠান “সবার জন্য ঈদ” পরিচালনা: কাজলী আহমেদ।
সকাল ১০টা        এটিএন বাংলা সংবাদ
সকাল ১০.২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান “মৌসুমী’স লাইভ কিচেন-২”
উপস্থাপনাঃ চিত্রনায়িকা মৌসুমী, পরিচালনাঃ ফাহমিদা প্রেমা।
সকাল ১০.৫০মিঃ    পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “কোটি টাকার প্রেম”
দুপুর ২টা        এটিএন বাংলা সংবাদ
বেলা ২.২০মিঃ        সিনেমা বিষয়ক অনুষ্ঠান “ঢালিউড এক্সপ্রেস” পরিচালনা: আলভি হায়াত রাজ।
বিকেল ৩.০০মিঃ        পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি “তোমাকে বউ বানাবো”
সন্ধ্যা ৬.০০মিঃ        বিশেষ নাটক
সন্ধ্যা ৭টা        এটিএন বাংলা সংবাদ
রাত ৭.৩০মিঃ         ৯ পর্বের ধারাবাহিক নাটক “একটি ডির্ভোস এর জন্য” পরিচালনা: মোহন খান।
অভিনয়েঃ মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমূখ।
রাত ৮.০০মিঃ        খন্ড নাটক চুটকি ভান্ডার-৮, পরিচালনাঃ শামীম জামান।
অভিনয়েঃ আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমূখ
রাত ৮.৩০মিঃ        বিশেষ নাটক “যুগল প্রেমের স্রোতে” পরিচালনাঃ শরীফ হোসেন ইমন
অভিনয়েঃ আফজাল কবীর, জারা মিতু প্রমূখ।
রাত ৯.৩০মিঃ        ৯ পর্বের ধারাবাহিক নাটক “লেকুর এভারেষ্ট জয়” পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়েঃ চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমূখ।
রাত ১০টা        এটিএন বাংলা সংবাদ
রাত ১০.৩০মিঃ        ম্যাগাজিন অনুষ্ঠান “কমেডি আওয়ার” পরিচালনা: সাঈদ তারেক।
রাত ১১.৩০মিঃ        বিশেষ টেলিফিল্ম “পাওয়ার লেস” পরিচালনাঃ নাসির উদ্দিন মাসুদ,
অভিনয়েঃ ডিএ তায়েব, হুমাইরা হিমু, আনহা তামান্না, সোহেল খান প্রমূখ

এটিএন বাংলার ঈদ উল আযহা ২০১৯ এর হাইলাইটস

৯ পর্বের ধারাবাহিক ‘লেকুর এভারেস্ট জয়’
ঈদ ধারাবাহিক ‘লেকুর এভারেস্ট জয়’
রচনা- বন্দাবন দাস, পরিচালনা- সকাল আহমেদ
প্রচার- ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৯.৩০ মিনিট
এটিএন বাংলায় ঈদ উল আযহা উপলক্ষে প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক ‘লেকুর এভারেস্ট জয়’। ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। বন্দাবন দাস এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধরী, শাহানাজ খশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাাণ কোড়াইয়া প্রমুখ।
পুরো নাম লিয়াকত আলী সবাই ডাকে লেকু বলে। অপ্রাপ্ত বয়সে বাবা মারা গেছে-বেশ জমি জমা রেখে। লেখাপড়া বেশী হয়ে ওঠেনি তবে ক্লাস সেভেনে পড়ার সময় বইয়ে হিলারী ও তেনজিং এর এভারেস্ট জয়ের কাহিনী পড়ার পর থেকে  স্বপ্ন দেখে সেও একদিন এভারেস্ট জয় করবে। বাবা মারা যাওয়ার পর অল্প বয়সে অনেক সম্পত্তির মালিক হয়ে যাওয়ায়  স্বপ্নটা আরও বেশী ডানা মেলে ওঠে। সযোগটা নেয় তার চতুর বন্ধু মিন্টু। সে ইতমধ্যে দুই একবার নেপালে গেছে। মিন্টু তাকে এভারেস্ট জয় করার সব ধরণের সহযোগিতা করার দায়িত্ব গ্রহণ করে। শুরু হয় নেপাল যাত্রার প্রস্তুতি।
নেপাল গিয়ে অজ্ঞ লেকু মিন্টুর চালাকি ধরতে পারে না। ঘটনাক্রমে হোটেলের মালিকের মাধমে লেকুর পরিচয় ঘটে আলীর সাথে। চৌকস শেরপা হিসেবে অনেক অভিযানের সাথী শের আলী। তার সাথে পরিচয়ের পর লেকুর বোধদয় ঘটে এভারেস্ট জয় বা পর্বতাহরণ কত কঠিন বিষয়…। কিন্তু বন্ধুর কারণে শুরু হয় নতুন জটিলতা….।

ঈদ ধারাবাহিক ‘একটি ডিভোর্সের জন্য’
ঈদ ধারাবাহিক ‘একটি ডিভোর্সের জন্য’
রচনা ও পরিচালনা- মোহন খান
প্রচার- ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৭.৩০ মিনিট
ঈদ উল আযহা উপলক্ষে ৯ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক ‘একটি ডিভোর্সের জন্য’। ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৭.৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। মোহন খান এর রচনা ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী হামিদ, নাজিরা মৌ, অর্ষা, রিমি করিম, নাসিম, প্রাণ, আশিক প্রমুখ।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ রাতুল আর রুমানার তিন বছরের সংসার। এই তিন বছরের সংসার জীবনের পুরোটা সময় জুড়ে রয়েছে শুধু ঝগড়া। এ কারণে শেষ পর্যন্ত ওরা দু’জনই সিন্ধান্ত নেয় ওরা আর এক ছাদের নিচে থাকবে না। কিন্তু সমস্যা একটাই, তা হলো কেউই ওরা ডিভোর্স দিতে পারছেনা। কারণ দুজনারই ইগো সমস্যা। দু’জনই আলাদা ভাবে নিজেদের ল ইয়ারের সাথে যোগাযোগ করে। তারপরও কিছু হয় না। শেষ পর্যন্ত দুজন ভিন্ন ভাবে বিভিন্ন রকমের চেষ্টা করতে থাকে। সে চেষ্টা গুলো সব ক্ষেত্রেই হাসির বিষয় হয়ে সমাপ্তি ঘটে। দুজনের দুরত্ব বাড়ে, কিন্তু কোথাও একটা পিছুটান থেকে যায়। ফলে তারা চুড়ান্তভাবে সিন্ধান্ত নেয় এবার এমন একটা কিছু করবে যাতে করে ওদের ডিভোর্স হতে বাধ্য। সে অনুযায়ী তারা নেমে পড়ে তাদের মিশনে। কিন্তু সে মিশনের ফল এমন দাঁড়াবে এটা তারা কেউই কল্পনা করতে পারেনি। এমটি হাস্যরসাত্মক একং নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে ‘একটি ডিভোর্সের জন্য’ ধারাবাহিকের কাহিনী।

খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’
খন্ড নাটক – চুটকী ভান্ডার
পরিচালনাÑ শামীম জামান
প্রচার- ঈদের দিন থেকে দশমদিন, রাত ৮ টা
২০১৬ সালে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হয় শামীম জামানের পরিচালনায় ৬ খন্ডের ধারাবাহিক নাটক ‘চুটকী ভান্ডার’। একই বছর কোরবানীল ঈদে প্রচারিত হয় ‘চুটকী ভান্ডার-২’। এরপর থেকে প্রতি বছর এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হয়ে আসছে নাটকটি। এ ধারাবাহিকতায় এবার ঈদে প্রচার হবে খন্ড নাটক ‘চুটকী ভান্ডার-৮’।
বাংলার চিরায়ত এবং বহুল প্রচলিত একটি বিষয় হলো চুটকি। গল্প বা আড্ডার আসরে প্রাণ সঞ্চার করে এসব চুটকি। জনপ্রিয় এবং প্রচলিত এমনি দশটি চুটকি নিয়ে নির্মিত হয়েছে চুটকি ভান্ডার সিজন ৭। চুটকী ভান্ডার মুলত খন্ড নাটক। এই শিরোনামের মধ্যেই এক একটি খন্ড নাটক এক একটি নামে প্রচারিত হবে। শুরুর বছর ৬ খন্ড দিয়ে প্রচার শুরু হলেও পরবর্তী বছরগুলোতে ঈদ অনুষ্ঠানমালা প্রচারের দিন বৃদ্ধি হওয়ায় খন্ড সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবার প্রচার হবে দশ খন্ডের নাটক। খন্ড নাটকগুলো বেশ কয়েকজন নাট্যকারের লেখা হলেও নাট্য পরিচালনা শামীম জামানই করে থাকেন। এবার যে খন্ড নাটকগুলো প্রচার হবে সেগুলো হলো- দাওয়াত খাওয়া, উপহার ফেরত, দাড়ি বড়, ফুল কপি, পাটের শাক, সিলেটে পড়া, বই বড় না মা বড়, ধন্যবাদ আবার আববেন, কলম নিয়ে আসা এবং মেয়ে কি পর্দা করে। দশ খন্ডের বিশেষ এই নটকগুলোতে অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, অহনা, রাশেদ মামুন অপু, জামিল, মৌসুমী হামিদ, সঞ্জীব, এ্যানি খানসহ আরো অনেকে।

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের আকাশে তুমি’
একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের আকাশে তুমি’
প্রচার- ঈদের দিন, রাত ১০.৩০ মিনিটে
এই ঈদে ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের আকাশে তুমি’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০.৩০টায়। উল্লেখ্য শিল্পী ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এসব অ্যালবাম থেকেই বাছাই করা হয়েছে গানগুলো। আর গানগুলো চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে। এবারের অনুষ্ঠানের গানগুলো নির্বাচন করা হয়েছে মন জোনাকী, মন ভেসে যায়, মন থেকে দূরে নয়, মন সাগরে ভাসি, মন আঁধার, মনের মতো তুমি, মনে পড়ে যায়, মন আমার এবং মনের শহর অ্যালবাম থেকে। প্রদীপ সাহা, সাজ্জাদ হুসাইন, শাহান কবন্ধ, স্বপ্নীল, শেখ রেজা শানু এবং রবিউল ইসলাম জীবনের কথায় এবং আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, ইবরার টিপু, এবং মান্নান মোহাম্মদ এর সুর ও সঙ্গীতায়োজনে গাওয়া গানগুলো হলো আমার চাঁদের আলো, মনের আঙ্গিনায় তোমার ছায়া, তোর ছায়াটা, হয়েছি তোমার মাঝে, একবার বলো, তুমি শুধু আমারই, ভালোবাসা, লুকোচুরি খেলা, মন ভেসে যায়, ঝিকিমিকি ঝিকিঝিকি করে রাতে, পোড়া বাঁশি এবং মেঠো পথ।

ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’
সঙ্গীতানুষ্ঠান- একইতো আকাশ দেখি
প্রচার- ঈদের  পরদিন, রাত ১০.৩০ মিনিট
বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালীর কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে। চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তাঁর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সঙ্গীতের প্রতি তাঁর রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানীর ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানীর ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয় ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’। এবার ঈদেও তাঁর গাওয়া গান নিয়ে ঈদের পর দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’ । এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে আমার নি:শ্বাসের শব্দ তুমি, ঘুমাতে পারি নাা, একইতো আকাশ দেখি, হঠাৎ একটা চিঠি, বোকা মন, কিছুক্ষণ, কষ্টরে, তুমি আমারি, মনে ঝড় ওঠে এবং মনের মাঝে থেকো শিরোনামের গান।

ঈদে দু’টি ছবির টিভি প্রিমিয়ার
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি
প্রচার-     ঈদের দিন থেকে ১০ম দিন
সকাল ১০.৫০ মিনিট ও দুপুর ৩ টা
বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,  শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটক সহ বিবিধ অনুষ্ঠান। তবে এসব অনুষ্ঠানের পাশাপাশি এবারের ঈদে দু’টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার সহ ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি। দশ দিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিনই প্রচার হবে দুটি করে বাংলা ছায়াছবি। একটি প্রচার হবে সকাল ১০.৫০মিনিটে আর অন্যটি দুপুর ৩টায়। ঈদের দিন দুপুর ৩টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘লিডার’ এর টিভি প্রিমিয়ার। দিলশাদুল হক শিমুল পরিচালিত এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আহমেদ শরীফ, শহীদুল আলস সাচ্চু প্রমুখ। এছাড়া ঈদের তৃতীয় দিন দুপুর ৩টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘নায়ক’ এর টিভি প্রিমিয়ার। ছবিটি পরিচালনা করছেন ইস্পাহানী আরিফ জাহান। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, অধরা, মৌসুমী, অমিত হাসান প্রমুখ।
এ দুটি চলচ্চিত্র ছাড়াও ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘প্রেমিক নাম্বর ওয়ান’ ‘জান কোরবান’, ‘বসগিরি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘রাবেয়া’, ‘এইতো প্রেম’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘খোদার পরে মা’, ‘ভালবাসী তোমাকে’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’, ‘যদি বউ সাজোগো’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘বস নাম্বার ওয়ান’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘দরিয়া পাড়ের দৌলতি’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘কোটি টাকার প্রেম’ এবং ‘তোমাকে বউ বানাবো’ শিরোনামের চলচ্চিত্র।

মৌসুমী’স লাইভ কিচেন-২
মৌসুমী’স লাইভ কিচেন
উপস্থাপনা- মৌসুমী, পরিচালনা- আফতাব বিন তমিজ
প্রচার- ঈদের দিন থেকে ১০ম দিন সকাল ১০.২০ মিনিট
বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,  শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটক সহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ৯ পর্বের রান্নার অনুষ্ঠান ‘মৌসুমী’স লাইভ কিচেন-২’। ঈদের দিন থেকে  প্রতিদিন সকাল ১০.২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি উপস্থাপনার করেছেন চিত্রনায়িকা মৌসুমী। উপস্থাপনার পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পা ও পরিচালনা করেছেন আফতাব বিন তমিজ। ঈদ মানেই উৎসব, আনন্দ। তাইতো উৎসবের আমেজে মানানসই বিশেষ করে কোরবানীর ঈদ উপলক্ষে গরুর মাংসের বিভিন্ন মজাদার এবং আকর্ষণীয় রেসিপি দিয়ে সাজানো হয়েছে ‘মৌসুমী’স লাইভ কিচেন-২’ অনুষ্ঠানটি।
চিত্রতারকা মৌসুমী অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করে থাকেন। অবসর সময়ে রান্না করতেও পছন্দ করেন এই তারকা। তার পছন্দের কিছু রেসিপি নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। স্টুডিওতে ধারণকৃত এই অনুষ্ঠানের কোন কোন পর্বে মৌসুমী নিজেই  রান্না করেছেন তার পছন্দের রেসিটি। রান্না করে তার পছন্দের অতিথীদের খাওয়াবেন তিনি। কিচেনের পাশেই ডাইনিং এ অতিথীরা অপেক্ষা করবেন। সেখানেই তাদের খাবার পরিবেশন করবেন মৌসুমী। রান্নার পাশাপাশি মৌসুমী ঈদের অভিজ্ঞতার কথাও শেয়ার করবেন দর্শকদের সাথে।

জাতীয় শোক দিবসের নাটক ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’। সহিদ রাহমান রচিত সাড়াজাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে কাহিনী চিত্রটি রচনা ও চিত্রনাট্য করেওেছন সহিদ রাহমান। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, জান্নাতুল সুমাইয়া হিমি ও মিজানুর রহমান।
কাহিনী চিত্রে দেখা যায় বৃক্ষ রাজিশোভিত সবুজ-শ্যামল কোনো এক গ্রাম। শ্রাবণের সকালে ঘুম ভাঙ্গে স্থানীয় স্কুল শিক্ষকের। ঘুম থেকে উঠে শিক্ষক চলে যান চায়ের দোকানে। চা পান করতে করতে দোকানীকে বেতার চালু করতে বলেন। বেতারে মেজর ডালিমের ভয়ংকর ভাষন শুনে চমকে যান ওই শিক্ষক। ভাষনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ হত্যা করা হয়েছে। ক্ষমতা নিয়েছে খন্দকার মোশতাক আহমেদ ও সেনাবাহিনী। এই সংবাদে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন শিক্ষক। নোয়াখালি জেলার এক তরুণ মুক্তিযোদ্ধা রুস্তম বঙ্গবন্ধুকে ভালোবেসে বাসর রাতে বউকে ছেড়ে আসেন গ্রামের স্কুল শিক্ষকের ডাকে। কিন্তু তার আর বাসর হয় না। পুলিশের নির্যাতনে সংসারের রঙিন স্বপ্ন ভেঙে যায় নববধূর। রুস্তম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গ্রামের পথে মিছিল বের করে। এদিকে স্থানীয় প্রশাসন মিছিল করার কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুস্তমকে ধরে নিয়ে যায় থানায়। তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়। রোধ করে দেয়া হয় তার প্রতিবাদী কণ্ঠস্বর।

মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘নি:শ্বাসে আছো তুমি’
সঙ্গীতানুষ্ঠান ‘নি:শ্বাসে আছো তুমি’
প্রচার- ঈদের ৫মদিন, রাত ১০.৩০টায়

উদীয়মান আলোচিত সঙ্গীত শিল্পী মারিয়া শিমু। সঙ্গীত ভুবনে আগমনের পর থেকেই একের পর এক গেয়ে চলেছেন জনপ্রিয় সব গান। গানের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনাতেও তিনি পারদর্শী। তার গাওয়া গান নিয়ে এটিএন মিউজিকের ব্যানারে নিয়মিতভাবেই প্রকাশ পাচ্ছে অডিও ও ভিডিও অ্যালবাম। আর এসব অ্যালবামের পাশাপাশি এটিএন বাংলায় নিয়মিতভাবেই ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার ঈদেও শিল্পী মারিয়া শিমুর গাওয়া গান নিয়ে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘নি:শ্বাসে আছো তুমি’। উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে শিল্পী মারিয়া শিমুর একক অ্যালবাম ‘নি:শ্বাসে আছো তুমি’। অ্যলবামের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথাগুলো লিখেছেন প্রদীপ সাহা, মো: নজরুল ইসলাম, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। এ অ্যালবামের গানগুলো নিয়েই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান ‘নি:শ্বাসে আছো তুমি’। দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে এবং স্টুডিও সেটে গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের গানগুলো হলো- প্রথম যেদিন, কেন যানি আজকে, ভালোবাসার এপিঠ ওপিঠ, এভবেই থেকো, বুক পকেটের গল্প, নি:শ্বাসে আছো, মেঘলা আকাশ, তুমি আমি, মন বলে ভালোবাসি এবং তোমাকে ছাড়া। ‘নি:শ্বাসে আছো তুমি’ সঙ্গীতানুষ্ঠানটি এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ১০.৩০ মিনিটে।

সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রাতের তারা’

সঙ্গীতানুষ্ঠান ‘রাতের তারা’
দেখুন- ঈদের ৬ষ্ঠদিন, রাত ১০.৩০ মিনিট
সময়ের উদীয়মান সঙ্গীত শিল্পী সামিয়া জাহান। সঙ্গীতের ভুবনে আগমনের পর থেকেই চলছে ব্যস্ত পদচারণা। সুরেলা কন্ঠ দিয়ে ইতিমধ্যেই দর্শক-শ্রোতা হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার গাওয়া গান নিয়ে এটিএন মিউজিকের ব্যানারে নিয়মিতভাবেই অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশ পাচ্ছে। এর পাশাপাশি দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানে নিয়মিতভাবেই প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার ঈদেও শিল্পী সামিয়া জাহানের গাওয়া গান নিয়ে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রাতের তারা’। উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে শিল্পী সামিয়া জাহানের নতুন অ্যালবাম ‘রাতের তারা’। অ্যলবামের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথাগুলো লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। এ অ্যালবামের গানগুলো নিয়েই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠানটি। স্টুডিও সেটে এবং দেশে ও দেশের বাইরের মনোরম সব লোকেশনে গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের গানগুলো হলো- বুকেরই বাম পাশে, বিবাগী এ মনটাকে, রাতের তারা, কষ্ট দিলে কষ্ট পেতে হয়, বুকে লাগে টান, বোঝেনা আমার মন, পালাতে চাই, আমার আমাকে আমি, লুকোচুরি এবং নেশা। সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রাতের তারা’ এটিএন বাংলার ঈদ উল আযহার অনুষ্ঠানমালায় প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ৩০ মিনিটে।

নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘কি করে মনকে বোঝায়’

সঙ্গীতানুষ্ঠান ‘কি করে মনকে বোঝায়’
দেখুন- ঈদের ৭ম দিন, রাত ১০.৩০ মিনিট
সময়ের উদীয়মান সঙ্গীত শিল্পী নীলিমা। সঙ্গীতের ভুবনে আগমনের পর থেকেই চলছে ব্যস্ত পদচারণা। সুরেলা কন্ঠ দিয়ে ইতিমধ্যেই দর্শক-শ্রোতা হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার গাওয়া গান নিয়ে এটিএন মিউজিকের ব্যানারে নিয়মিতভাবেই অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশ পাচ্ছে। এর পাশাপাশি গত বছর থেকে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানে নিয়মিতভাবেই প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার ঈদেও শিল্পী নীলিমা’র গাওয়া গান নিয়ে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কি করে মনকে বোঝায়’। উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে শিল্পীর নতুন অ্যালবাম ‘কি করে মনকে বোঝায়’। অ্যলবামের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথাগুলো লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। এ অ্যালবামের গানগুলো নিয়েই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠানটি। স্টুডিও সেটে এবং দেশে ও দেশের বাইরের মনোরম সব লোকেশনে গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের গানগুলো হলো- এ বুকের ভেতরে, মন মন মন, তুমি আমায় চাঁদ প্রহরে, পারবে কি কোনদিন, দুজনে, শেষ ঠিকানা, তুমি আমার সুখ, আমি তোমায় ছাড়া, থেকো এ বুকে এবং বুকে কষ্ট হয়। নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘কি করে মনকে বোঝায়’ এটিএন বাংলায় প্রচার হবে ঈদের ৭ম দিন রাত ১০টা ৩০ মিনিটে।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’
ঈদ উল আযহা উপলক্ষে এ বছর ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রতি বছর প্রচার হয়ে আসছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। এবারের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৮ম দিন রাত ১০.৩০ মিনিটে। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্ণাঢ্য আলোঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। ঈদ মানে সবার মাঝে আনন্দ বিলিয়ে দেয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। যুগে যুগে এই ঈদ উদযাপনে এসেছে নানান পরিবর্তন। ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের নাম। তাই বিনোদনের চাহিদা থাকে অনেক বেশি। দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে “ঈদের বাজনা বাজেরে” অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী ঐশি, কর্নিয়া ও রেশমি ও তাদের ব্যন্ড। বিশেষ প্যারডি গান পরিবেশন করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও হাস্যরসাত্মক বিভিন্ন স্কীট দিয়ে সাজানো হয়েছে ঈদের বাজনা বাজেরে। এসব স্কীট এ অভিনয় করেছেন শফিক খান দিলু ,মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন, লিটন খন্দকার, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, গ্রন্থণা করেছেন সজল আমিন, প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু।

তারার সাথে চায়ের চুমুকে
তারার সাথে চায়ের চুমুকে
উপস্থাপনা- মারিয়া শিমু, পরিচালনা- শম্পা মাহমুদ
প্রচার- ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ৮টা
বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,  শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটক সহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ৯ পর্বের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার সাথে চায়ের চুমুকে’। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ৮টায় অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনার করেছেন মারিয়া শিমু। পরিচালনা করেছেন শম্পা মাহমুদ। এটিএন বাংলার অনুষ্ঠানমালায় নিয়মিতভাবে প্রতিদিন প্রচার হয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। । ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। যুগে যুগে এই ঈদ উদযাপনে এসেছে নানান পরিবর্তন। ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের নাম। তাই বিনোদনের চাহিদা থাকে অনেক বেশি। দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে বিশেষ আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতা এবং চায়ের আড্ডার ফাঁকে ফাঁকে তারকো শিল্পীরা কথা বলেছেন তাদের ঈদের কাজ নিয়ে। পাশাপাশি ঈদ নিয়েও তারকারা তাদের মজার এবং স্মরনীয় সব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন দর্শকদের জন্য। হাটে যাওয়া এবং গরু কেনা নিয়েও নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন তারকা শিল্পীরা।  ‘তারার সাথে চায়ের চুমুকে’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, বেলাল খান, পুজা, উপস্থাপক আনজাম মাসুদ, অভিনেত্রী হিমি প্রমুখ।

কমেডি আওয়ার স্পেশাল
এটিএন বাংলার ঈদের দশম দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার ঈদ ষ্পেশাল’। সাঈদ তারেকের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা ও চিত্রনায়ক আশিক চৌধুরী ও তাসনিয়া মেহজাবিন জেরিন।
ঘন্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি আনন্দের এই বিশেষ পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পীরা। এতে রয়েছে মজার মজার সব কৌতুক নাট্যাংশ, কৌতুক নকশা, গান, নাচ। বিভিন্ন আইটেমে অংশগ্রহণ করেছেন সিনিয়র অভিনেতা আব্দুল আজিজ, ববি, আফজাল শরীফ, হাবিব আহসান, চলচ্চিত্রের খল নায়ক ড্যানী রাজ, হায়দার আলী, এনার্জি বাদল, আইরিন অধিকারি, ম ফারুখ, লিজা খানম, সেঁজুতি খন্দকার, হুমায়ুন কাবেরি, রফিকুল ইসলাম, হেদায়েত তুর্কি, শামসেদ তাবরেজ, দিল আফরোজ তমা, শফিকুল ইসলাম, স্বপন বিশ্বাস, বাসার, সোহেলি মুক্তা, সিফাত ইসলাম প্রমূখ। কৌতুক নকশায় রয়েছে লেটেস্ট ঈদ ফ্যাশন, অভিনব ছিনতাই, ইয়েস বস, তুই দে, আবার দেখা হবে, ফ্রিজ কোরবানী, নোট এ্যাপ্র“ভড বিষয়ক রঙ্গরস। একটি মজার গানের সাথে নাচ পরিবেশন করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী লারা লোটাস ও লেমন। এছাড়াও রয়েছে মজার সব আয়োজন।
এটিএন বাংলার কারিগরী সহযোগিতায় স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং ‘সাঈদ তারেক প্রডাকসন্সে’র ব্যানারে নির্মিত ‘ক্যানকা কমেডি আওয়ার’ এটিএন বাংলার একটি নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান। এটি প্রচারিত হয় মাসের শেষ শনিবার রাত ১১টায়। ঈদ স্পেশাল পর্বটি হবে এই অনুষ্ঠানের ১১৯তম পর্ব।