৩৩ বছর পর হতে যাচ্ছে নতুন আয়কর আইন

৩৩ বছর পর হতে যাচ্ছে নতুন আয়কর আইন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩৩ বছর পর দেশে হতে যাচ্ছে নতুন আয়কর আইন। কর আদায় বাড়ানো আর স্বচ্ছতা আনতেই এমন উদ্যোগ জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের। ২০১৮ সালের মধ্যেই চূড়ান্ত হবে নতুন আইনটি। কর আরোপ প্রস্তাব পাশ করতে হবে জাতীয় সংসদে– নতুন আইনে যুক্ত হচ্ছে এমন বিধানও।

১৯৮৪ থেকে ২০১৭। মাঝখানে ৩৩ বছর। তারপরেও হয়নি নতুন আয়কর আইন। বরং ৮৪ সালের আয়কর অধ্যাদেশ দিয়েই চলছে দেশের আয়কর ব্যবস্থা। এখন তা পরিবর্তন করতে চায় এনবিআর। চলছে আইনের খসড়া তৈরির কাজ।

বর্তমান অধ্যাদেশে যে কোন সময় কর আরোপ করা যায়। জরুরি পরিস্থিতি বা জাতীয় দুর্যোগ ছাড়া সেই সুযোগ থাকবে না। তাছাড়া কর প্রস্তাব পাশ করতে হবে সংসদে। ঢালাওভাবে থাকবেনা কর মওকুফের সুবিধাও। ডিজিটাল পদ্ধতিতে রিটার্ণ জমা দেয়া যাবে। টাকা পাচার রোধে বিশেষ বিধানসহ থাকবে নানা উদ্যোগ।

এখনকার আয়কর অধ্যাদেশটি জটিল।যুগের সাথে সামঞ্জস্যপূনও নয়। তাই নতুন আইন করার পরামর্শ দিচ্ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। একই পরামর্শে করা হয়েছে নতুন ভ্যাট আইনও। যদিও তা কার্যকর করা যায়নি এখনো।

অর্থমন্ত্রীর ঘোষণা ছিল এ বছরেই আইনটি করার। কিন্তু নানা কারণে তা পিছিয়ে দিতে হয়েছে এক বছর।