শ্রমিকদের জন্যে ঘোষিত নতুন মজুরি জীবনযাত্রার জন্য যথেষ্ট নয়

শ্রমিকদের জন্যে ঘোষিত নতুন মজুরি জীবনযাত্রার জন্য যথেষ্ট নয়

শেয়ার করুন

garments-5a18ed836e2fbনিজস্ব প্রতিবেদক :

পোশাক শ্রমিকদের জন্যে ঘোষিত নতুন  মজুরি জীবনযাত্রার জন্য যথেষ্ট নয়। তাছাড়া এই ন্যুনতম মজুরি প্রতিযোগী দেশগুলোর চেয়েও কম। যদিও পোশাক মালিকরা  বলেছেন, বাড়তি বেতনের বাড়তি চাপে তারা।

নিম্নতম মজুরি। অর্থ্যাৎ সর্বনিম্ন। যার চাইতে  কোনভাবেই কম হবেনা।  সেই নিম্নতম মজুরি বাড়ল পোশাক শ্রমিকদের। আগের ৫৩০০ টাকা থেকে ৮০০০ টাকা। সে হিসাবে মজুরি বাড়ল  ২৭০০ টাকা। যা কার্যকর হচ্ছে আগামী বছর থেকে।

শ্রমিকরা বলছেন, জিনিসপত্রের দাম বেড়েছে। বেড়েছে জীবনযাত্রার খরচও। এমন বাস্তবতায় নতুন মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শ্রমিকদের সাথে একমত বিশ্লেষকরাও। সিপিডির গবেষণা পরিচালক, গোলাম মোয়াজেজ্ম  তার গবেষণা, তথ্য, উপাও বিশ্লেষণ করে বলছেন, মজুরি বাড়লেও শতকরা হিসেবে  বেসিক অর্থ্যাৎ মুল বেতন আগের চেয়ে কমেছে। এমনকি এই বেতন প্রতিযোগী দেশগুলোর চেয়ে এখনও কমই।

তবে পোশাক মালিকরা  তাদের এসব হিসাব,বিশ্লেষণ মানছেন না।

পোশাক মালিকদের সংগঠন- বিজিএমএ-র  সভাপতি বলছেন, মজুরি  এর চেয়ে বাড়ানো  সম্ভব নয়। বরং এটি বাস্তবায়নে দরকার হবে সরকার, শ্রমিক আর বিদেশী ক্রেতাদের সহযোগিতা।