গোল্ডেন জিপিএ ফাইভ বলে কিছু নেই: শিক্ষামন্ত্রী

গোল্ডেন জিপিএ ফাইভ বলে কিছু নেই: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদনিজস্ব প্রতিবেদক :

গোল্ডেন জিপিএ ফাইভ বলে কিছু নেই এটা প্রচলিত শব্দ হয়ে গেছে, মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি এবং এইচ এসসিতে ভাল ফলাফল করায় মেধাবৃত্তি এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন,শিক্ষার গুণগত মান নিয়ে বিশ্বের অনেক দেশেই সমস্যা আছে, আমাদেরও আছে। সবাই মিলে আন্তরিকতার সাথে চেষ্টা করলে সেটা সম্ভব। অনুষ্ঠানে মেধাবী রিপোর্টাস ইউনিটরি সদস্যদরে সন্তানদের হাতে ক্রেস্ট সনদ এবং বৃত্তির টাকা তুলে দেন শিক্ষামন্ত্রী।