যত্রতত্র শিল্প করখানা নয় : প্রধানমন্ত্রী

যত্রতত্র শিল্প করখানা নয় : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যত্রতত্র শিল্প করখানা গড়ে তোলাকে আবারও নিরুৎসাহিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমগ্র দেশব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বিনিয়োগ করলে সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র গভর্নিং বোর্ডের পঞ্চম সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় শেখ হাসিনা জানান, সরকার এক দিকে যেমন শিল্প উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে অপর দিকে কৃষি জমি বাঁচিয়ে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাও বজায় রাখতে হবে। আর তাই যেখানে সেখানে কল-কারখানা গড়ে তুলে পরিবেশের ক্ষতি না করে, সুনির্দিষ্ট জায়গায় দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।