মুহিত-কিম বৈঠক অনুষ্ঠিত

মুহিত-কিম বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

wb-presidentwbনিজস্ব প্রতিনিধি:

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার কর্মসূচি শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।

সোমবার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক শুরু হয়। বৈঠকে দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

এবারের ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ বাংলাদেশেই পালন করবেন বিশ্ব ব্যাং কের প্রেসিডেন্ট। বিকালে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেবেন কিম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের।