ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক না বাড়ানোর দাবি সংসদে

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক না বাড়ানোর দাবি সংসদে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক হিসাবের আমানতের ওপর আবগারি শুল্ক না বাড়িয়ে বর্তমান হারে রাখার দাবি জানিয়েছেন সরকার দলীয় হুইপ শহীদুজ্জামান সরকার।

সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, প্যানিক সৃষ্টি হয়েছে আমানতের টাকা কেটে নেওয়া হবে। অর্থমন্ত্রীর কাছে আমার অনুরোধ শুল্ক আগেরটাই রাখা হোক।

তিনি আরও বলেন, সঞ্চয়পত্রের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৯ হাজার কোটি টাকা, অর্জন হয়েছে ৪২ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্রে ওপর যাতে কাঁচি না চলে। তিনি বলেন, ভ্যাটের আওতা কমিয়ে আয়কর ও অন্য প্রত্যক্ষ কর বাড়াতে পারলে মানুষকে আরও স্বস্তি দেওয়া সম্ভব। কর আদায়ের এই প্রক্রিয়াগুলো অর্থমন্ত্রী গ্রহণ করবেন বলেও আশা করেন তিনি।