‘বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কের কার্যকারিতা বাড়ানোর বিকল্প নেই’

‘বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কের কার্যকারিতা বাড়ানোর বিকল্প নেই’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্কের কার্যকারিতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে, সিপিডি। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর পরামর্শ দিয়েছে এই গবেষণা সংস্থা।

১৫ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম দক্ষিণ এশীয় অর্থনীতি সম্মেলন। এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতিবিদদের এই শীর্ষ সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলনে আয়োজন করে সিপিডি।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে এসডিজি গোল বাস্তবায়ন করতে টেকসই অর্থনৈতিক কাঠামোর কোনো বিকল্প নেই বলে মতামত তুলে ধরা হয় এ সংবাদ সম্মেলনে। অর্থনৈতিক প্রবৃদ্ধির উর্ধ্বগতি ধরে রাখতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করে সংস্থাটি।