বিরূপ আবহাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা পাবনার লিচু চাষীদের

বিরূপ আবহাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা পাবনার লিচু চাষীদের

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি :

জ্যৈষ্ঠের শুরু। বাহারি ফলের মাস। গ্রীষ্মের অগ্রবর্তী ফল হিসেবে আসছে লিচু। তবে বিরূপ আবহাওয়ায় এ বছর ফলন বিপর্যয়ের আশঙ্কায় পড়েছেন পাবনার লিচু চাষীরা। জানাচ্ছেন পাবান প্রতিনিধি রিজভী জয়।

‘লিচুর রাজধানী’ বলা হয় পাবনাকে। এ জেলার লিচু রসালো, মিষ্টি এবং লালাভ সুন্দর। ঈশ্বরদীর লিচুর খ্যাতি দেশজুড়ে। ঈশ্বরদী ও সদর উপজেলার প্রায় পুরোটাতেই প্রচুর লিচু চাষ হয়। পাবনা জেলায় এবার প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। গত বছর উৎপাদন ছিল ৩৩ হাজার মেট্রিক টন।

গত কয়েক বছরে লিচু চাষে লাভ ভালো হওয়ায় গড়ে উঠেছে নতুন নতুন বাগান। তবে আশা নয়, এবার আশঙ্কাতেই পড়েছেন বাগান মালিকরা। কারণ বলছেন তারা নিজেরাই। এবারে আবহাওয়া বিরুপ হওয়ায় লিচু ঝরে গেছে, ফলন ভাল হচ্ছে না। তাই এবার আসল টাকা ঘরে উঠবে কিনা সে ব্যাপার সন্দিহান।

তবে আশাবাদি কৃষি বিভাগ। পাবনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. শফিকুল ইসলাম জানান, এবার ফলন কম হলেও, নতুন বাগান তৈরি হওয়ায় পাবনায় লিচুর মোট উৎপাদন কম হবে না।

ঋণ নিয়ে যারা বাগান কিনেছেন, তারা পড়েছেন বিপাকে। ফলন কম হওয়ায়, বাজারে লিচুর দাম বাড়তি হওয়ার আশঙ্কাও আছে ব্যবসায়ীদের।