‘বিনিয়োগের পরিবেশ বাড়ালে প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে ধরে রাখা সম্ভব’

‘বিনিয়োগের পরিবেশ বাড়ালে প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে ধরে রাখা সম্ভব’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ও বাণিজ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ালে, প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে ধরে রাখা সম্ভব বলে মনে করছে বিশ্ব ব্যাংক।

রোবার সকালে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেও, বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিবেশে সুশাসনের অভাবকে উদ্বেগজনক বলছে বিশ্ব ব্যাংক। তারা বলছে, সার্বিক মানব উন্নয়ন সূচকে পুরুষের তুলনায় নারীদের পিছিয়ে পড়াটা-ও উৎপাদনশীল অর্থনীতির জন্য নেতিবাচক।