প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ, মাথা পিছু আয় ১৬০২ মার্কিন ডলার

প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ, মাথা পিছু আয় ১৬০২ মার্কিন ডলার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ, মাথা পিছু আয় ১৬০২ মার্কিন ডলার । জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ কথা জানানো হয়েছে।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক পরিষদের সভায় মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব পরিসংখ্যান তুলে ধরেন।

এসময় তিনি জানান, আগামী অর্থ বছরে জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। বাজেটে এডিপির আকার হতে পারে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। পরে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, সরকারের সঠিক পরিকল্পনার কারনেই এ উন্নয়ন সম্ভব হয়েছে । এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।