জিডিপির আরও দুই শতাংশ বাড়ানো সম্ভব

জিডিপির আরও দুই শতাংশ বাড়ানো সম্ভব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশে দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে জিডিপি আরও দুই শতাংশ বাড়ানো সম্ভব বলে মনে করেন দেশের অর্থনীতিবিদরা। তরুণ উদ্যোক্তাদের জন্য বেসরকারি খাতে আরো বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)বুধবার সকালে হোটেল লেকশোরে ‘দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনা’ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) একটি গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ পরামর্শ দেন।

তারা বলেন, দক্ষ মানবসম্পদ তৈরীতে বাংলাদেশ এখনও অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। যুব উন্নয়ন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করা গেলে, আগামী অর্থবছরগুলোতে জিডিপি ২ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন তারা।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্র ও বেকারত্ব কমাতে, বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়েছে।

পাশপাশি আইসিটি খাত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।