এক সপ্তাহে দুইবার হ্যাক হল বাংলাদেশ ব্যাংকের ই-মেইল

এক সপ্তাহে দুইবার হ্যাক হল বাংলাদেশ ব্যাংকের ই-মেইল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এক সপ্তাহে দুইবার হ্যাক করা হল বাংলাদেশ ব্যাংকের ই-মেইল। অর্থমন্ত্রী বলছেন, রিজার্ভ চুরির পর থেকে বাংলাদেশ ব্যাংক এখনো ঝুঁকির মধ্যে আছে। মন্ত্রী বলছেন, ই-মেইল হ্যাকিংয়ে দেশি-বিদেশি অপরাধী গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট ফের হ্যাক হয়েছে। শুধু তাই নয়, সোমবার বাংলাদেশ ব্যাংকে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে ই-মেইল করা হয়েছে। ই-মেইলটি যাতে কেউ কারও কাছে ফরোয়ার্ড না করে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছিল হ্যাকাররা। ১৪ মার্চ রাত ৮টা থেকে শুরু করে ওই রাতের বিভিন্ন সময়ে ওই ই-মেইল আইডি থেকে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ই-মেইলেও ভুয়া বার্তা পাঠানো হয়েছে। তবে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলেও বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনও ব্যাংকের অর্থ কেউ চুরি করতে পারেনি। অর্থমন্ত্রী বলছেন, বাংলাদেশ ব্যাংক এখনও সাইবার আক্রমণ থেকে মুক্ত নয়।

২০১৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাংকিংয়ের মাধ্যমে রিজার্ভের ৮ কোটি ১০ লাখ টাকা চুরি হয়। আলোচিত ঐ ঘটনার পর প্রযুক্তিগত নিরাপত্তা বাড়িয়েছে বলে জানিয়ে আসছিলো কেন্দ্রীয় ব্যাংক।