এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন

এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

লোকবল সংকট থাকলেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি সন্তোষজনক বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। তিনি বলেন,  অতীতের মত এখন আর একজন পরিচালক দশটি প্রকল্পের দায়িত্বে থাকেননা। একনেক কমিটির বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক।

চলতি অর্থবছরে একনেকের ২১তম এ সভায়, ৯৩ কোটি টাকা ব্যয়ে গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পে ১ম সংশোধনী অনুমোদন করা হয়। ৯টির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন প্রকল্প ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে।