এআইবিএলে ডেবিট কার্ড সেবা চালু

এআইবিএলে ডেবিট কার্ড সেবা চালু

শেয়ার করুন

fdfdএটিএন টাইমস ডেস্ক:

দেশব্যাপী বিস্তৃত এজেন্ট আউটলেটের গ্রাহকদের জন্য এটিএম ডেবিট কার্ড সেবা চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২ নভেম্বর ২০১৬ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু)। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে নির্দিষ্ট পরিসরে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৫ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালু করে। বর্তমানে এর এজেন্ট আউটলেট সংখ্যা ৫৬টি এবং আরও শতাধিক আউটলেট উদ্বোধন প্রক্রিয়াধীন রয়েছে।

এসব আউটলেটের মাধ্যমে ব্যাংক নতুন হিসাব খোলা, টাকা জমা, উত্তোলন ও ট্রান্সফার, রেমিটেন্স বিতরণ, ব্যালেন্স অনুসন্ধান ও একাউন্ট স্টেটমেন্ট প্রদান, চেকবই প্রদান, এসএমই ও কৃষি বিনিয়োগ বিতরণ ও কিস্তি আদায় সহ আধুনিক ব্যাংকিংয়ের সকল সেবা প্রদান করে থাকে।