যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

শেয়ার করুন

Jess_Hospital

।। তামান্না ফারজানা, যশোর ।।
যশোরে কঠোর লকডাউনে যৌথ বাহিনী মাঠে থাকলেও কমছেনা করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ও
করোনায় আক্রান্তের হার। প্রতিদিন বিনা প্রয়োজনে জনগন বাইরে আসলে তাদেরকে আটক
সহ জরিমানা করছে প্রশাসন। চেকপোষ্টগুলিতে পুলিশ জেলার বাইরে যাওয়া ও জেলায় প্রবেশ করা
প্রতিটি গাড়ি চেক করছে ।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন ১০ জন। এর মধ্যে করোনায়
৭ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের
আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। তিনি আরও জানান মৃতরা বেশীর ভাগই
যশোর ও ঝিনাইদহ জেলার বাসিন্দা এবং বেশীরভাগই গ্রামের রোগী। গ্রাম থেকে একবারে শেষ মুহুর্তে
রোগীকে হাসপাতালে ভর্তি করানোর কারনেই গ্রামের রোগীদের মৃত্যুর হার বেশী।

বর্তমানে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে ১১ জন,এনডিইউতে ভর্তি আছে ১৪ জন,করোনা ও
করোনা উসর্গ নিয়ে ভর্তি আছে ২২৬ জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৮৪৮ জনের নমুনা পরীক্ষায়
নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৮ জন।