নড়াইলে করোনা রোগিদের পাশে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশন

নড়াইলে করোনা রোগিদের পাশে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশন

শেয়ার করুন

smart
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
জীবনকে বাজি রেখে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন নড়াইল ও
গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী নড়াইল জেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের কাজী লোকমান
হোসেন। স্বাধীনতার ৫০ বছরে তিনি গত ৩ জুলাই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন
তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর পর তাঁর সন্তানরা ২০১৯ সালে লোকমান হোসেন ফাউন্ডেশন নামে একটি সংগঠন গড়ে তোলেন।
করোনাকালে সংগঠনের সদস্যরা করোনাক্রান্ত রোগিদের অক্সিজেনসেবাসহ সব ধরণের সেবা প্রদান
কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জানতে চাইলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের সন্তান কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজাতিক
বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন,ইতোমধ্যে ফাউন্ডেশন করোনাক্রান্ত রোগিদের সুস্থ্য ও
চিকিৎসাসেবা,অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ নানা কার্যক্রম শুরু করেছে। কালিয়া
উপজেলাব্যাপী এ কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনৈর প্রায় ৫০ জন কর্মী উপজেলার প্রতিটি ইউনিয়নে কাজ
করে যাচ্ছে। কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে হট লাইনের (০১৭১১-১৩৬৭০৮- মুনির) (০১৭৩১-
০৮১০৭৫-আরিফ)( ০১৯৬৭-৫৪৮২৯৮-প্রশান্ত) (০১৯১২-৮৭৬-৯২৮-(অন্তর) ব্যবস্থা রাখা হয়েছে। ফোন
করলেই ছুটে যায় কর্মীরা।
স্থানীয় মুরুব্বী ও সমাজসেবক মাহাবুবুর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের নামে কাজী
সরোয়ার হোসেন দীর্ঘ ১৩ বছর গরু কোরবানী দিয়ে আসছে। এবার তিনটি গরু কোরবানী দিয়েছে। নতুন করে
করোনা রোগিদের অক্সিজেন ও,চিকিৎসাসেবার কাজ চালিয়ে যাচ্ছে।